Skip to main content

Posts

Featured

ইসলামের তালাকের সঠিক পদ্ধতি কী?

ইসলামের তালাক সঠিক পদ্ধতি                   --কাজী এ কে এম ফজলুল কারীম ভূমিকা:  ইসলামে তালাককে অপসন্দ করা হয়েছে এবং সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে। ইসলামে তালাকের অধিকার সীমিত করা হয়েছে তিনবারের মধ্যে। প্রথম দু’বার ‘রাজ‘ঈ’ ও শেষেরটি ‘বায়েন’। অর্থাৎ ইসলামে তালাকের বিধান রাখা হ’লেও স্বামীকে ভাববার ও সমঝোতার সুযোগ দেওয়া হয় স্ত্রীর তিন ঋতু বা তিন মাসকাল যাবত। এর মধ্যে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন। যাকে ‘রাজ‘আত’ বলা হয়। কিন্তু গভীর ভাবনা-চিন্তার পর ঠান্ডা মাথায় তৃতীয়বার তালাক দিলে তখন আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না।   ১. ‘তালাক্ব’ শব্দের আভিধানিক অর্থ:   বদ্ধনমুক্ত হওয়া। খাপ থেকে বের হওয়া চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ইত্যাদি ইমাম রাগীভ ইস্পাহানী বলেন: গিট মুক্ত করা বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া আরবীতে বলা হয়:  أُطْلِقَ الْأسِيْرُ   ‘বন্দী মুক্ত হয়েছে’।  ২ . ইসলামী আইনের ভাষায় তালাক অর্থ: ১. স্বামী-স্ত্রীর বিবাহ বন্ধন ছিন্ন করা। ২ .কিছু শব্দ উচ্চারণের মাধ্যমে বিবাহের আইনগত ভিত্তি বি...

Latest Posts

Kazi office: digital services